শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে শ্রীপুরে তেলিহাটি উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক ও
সহকারি প্রধান শিক্ষক মামলা থেকে রেহাই পেতে শিক্ষার্থীদের
টাকায় মানববন্ধন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারন
দর্শানোর নোটিশ দিয়েছে উপজলো মাধ্যমকি শিক্ষা অফিস।
বুধবার দুপুরের দিকে নোটিশটি দেওয়া হয়েছে বলে নিশ্চিত
করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল
ইসলাম।
জানা যায়, শিক্ষার্থীদের টাকা দিয়ে ও অনেককে ইচ্ছার বিরুদ্ধে
মানববন্ধনে আসতে বাধ্য করার অভিযোগের প্রেক্ষিতে বুধবার
কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়। চিঠিতে আগামী ৩
কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুররে পর
শ্রীপুর উপজলোর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শক্ষিক আলী
মুনসুর মানিক ও সহকারী শক্ষিক মনিরুজ্জামান এই মানববন্ধনের
আয়োজন করেছিলেন।
ওইদিন শিক্ষার্থী, অভিবাবক ও যথাযথ কর্তৃপক্ষের সাথে
আলোচনা না করে মানববন্ধনের আয়োজন করা হয় বলে বিভিন্ন
র্পযায় থেকে অভিযোগ উঠে। উপজলো মাধ্যমি শিক্ষা কর্মকর্তা
সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে মানববন্ধনে
বাধ্য করা বিধি বহির্ভূত কাজ। এ ছাড়া মানববন্ধনে আসতে
উৎসাহ দেওয়ার বিষয়টিও বৈধ হয়নি। এ বিষয়ে শিক্ষককে কারণ
র্দশানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রেæয়ারি প্রধান শিক্ষকের কক্ষে ৪ঘন্টা আটকে
রেখে এক ছাত্রীকে বেত্রাঘাতরে ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর বাবা
বাদি হয়ে থানায় মামলা দায়রে করনে। মামলায় প্রধান শক্ষিক ও
সহকারী প্রধান শিক্ষককে আসামি করা হয়। মামালা থেকে
অব্যাহতি পেতে স্কুলের শিক্ষার্থীদের হাতিয়ার হিসেবে ব্যবহার
করছেন।