পীযুষ চাকমা রাঙামাটি প্রতিনিধি:-
“কারিগরি শিক্ষা নিলে,দেশ বিদেশে কর্ম মেলে ” এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮ ঘটিকার সময়ে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে এ উপলক্ষে রাঙ্গামাটি শহরের পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ইনস্টেটিউটের কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা
হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.ডি.এম আজাদ জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট ডাইরেক্টর স্টেপ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান,সিনিয়র অপারেটর world bank ডক্টর মো:মোকলেজুর রহমান,বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্ঞ্জিনিয়ার আসুতোষ নাথ সহ রাঙ্গামাটি জেলার প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও বিভিন্ন ইলেক্ট্রনিকস সংবাদ কর্মী এবং সভায় সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল জনাব সানাউদ্দিন শেখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, জীবনকে উদ্ধুদ্ব করার জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই।দেশকে উন্নতি করতে হলে কারিগরি শিক্ষার প্রয়োজন রয়েছে।পার্বত্য অঞ্চল তথা সমগ্র দেশকে বেকার দুরীকরণে কারিগরি শিক্ষাকে গ্রহণ করা প্রয়োজন।
বক্তারা আরো বলেন,কারিগরি শিক্ষার উন্নতি অর্থনৈতিক মুক্তি।দেশের সমগ্র উন্নতির অবদানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সর্বদা কাজ করে যাচ্ছে।পার্বত্য জেলা তথা
বাংলাদেশের সমগ্র শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং এর গুরুত্ব সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান
জানান বক্তারা।