হেলাল শেখ/ ফরহাদ হোসেন,সাভার আশুলিয়া ঃ-
ঢাকার সাভারের শাহীবাগ এলাকায় একটি ঘরে আগুন লেগে দেবর ও ভাবী দগ্ধসহ আহত হয়েছেন ৪ জন।
আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,রবিবার দিবাগত গভীর রাতে ঢাকার সাভারের শাহীবাগ এলাকার ডাক্তার আব্দুল কদ্দুস এর
বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, ওই বাড়ির একটি ঘরে গ্যাস লাইন
লিক ছিলো, সিগারেট জালানোর সময় হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। এ সময় ওই আগুনে পুড়ে দগ্ধ হন
বাড়ির ভাড়াটিয়া রোমানা বেগম (৩৩)ও তার দেবর রতন মিয়া (৩১)। পরে দগ্ধ দুইজনকে উদ্ধার করে প্রথমে
চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এরপর তাদের অবস্থা আশঙ্কাজনক
দেখে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন, পরে দ্রæত তাদের ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন দগ্ধ হওয়া দুই জনের পরিবারের লোকজন।
চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ হওয়া দেবর ও ভাবীসহ দুই জনেরই অবস্থা আশঙ্কাজনক, তাদের শরীরের প্রায়
৭৫ শতাংশ পুড়ে গেছে। আগুন লাগার পর, সেই আগুন নেভানোর সময় আহত হন অন্য আরও দুইজন। এসময় খবর
পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকার বাসা বাড়ি ঘরের মালিকরা অবৈধ ভাবে হাজার হাজার
সংযোগ নিয়ে তিতাস কোম্পানির লোকসান করছে লাখ লাখ টাকা। সংশিষ্ট কর্মকর্তারা ভ্রাম্যমান
আদালতের মাধ্যমে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও তা বন্ধ হচ্ছে না। গত ২০১৭ ইং সালে প্রায়
এক লাখেরও বেশি সংযোগ বিচ্ছিন্ন করার পর আবারও তারা সেই আগের মত করেই অনেকেই অবৈধ ভাবে
গ্যাস লাইন ব্যবহার করছে। এসব গ্যাস ব্যবহারকারীগণ বলেন, আমরা বৈধ সংযোগ পাইনি বলেই অবৈধ
ভাবে লাইন চালাচ্ছি। এ বিষয়ে তিততাস কোম্পানির সাভারের ম্যানেজার ছিদ্দিকুর রহমান জানান,
অভিযান অব্যাহত রয়েছে, যদি কেউ গ্যাস লাইন অবৈধ ভাবে ব্যবহার করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা
নিবো।
উক্ত ব্যাপারে সাভার মডেল থানার এস আই সৌমেন মিত্র সাংবাদিকদের বলেন, আগুনে পুড়ে দুই জন দগ্ধ
হয়েছেন বিষয়টি তদনÍ করে দেখা হচ্ছে।