অনলাইন ডেস্কঃ-
বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দিয়ে সর্বস্তরে এই ভাষার প্রয়োগ করতে সরকার সচেষ্ট আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বুধবার রাজধানীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সব ধরনের প্রতিষ্ঠানে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলা ভাষাকে রক্ষা করতে অনেক রক্ত ক্ষয় হয়েছে। তাই এই ভাষার মর্যাদা রক্ষায় সব সময় সবাইকে কাজ করে যেতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাকে যেমন হৃদয়ে ধারণ করি ঠিক সেভাবে বাংলাকে আমরা সর্বস্তরে প্রতিষ্ঠিত করব।’
দিবসটি উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ মাদক বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাবেদ পাটোয়ারী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।