অনলাইন ডেস্কঃ-
জল্পনা-কল্পনার অবসান আগেই করে দিয়েছিলেন, বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এবার তামিলনাড়ুর আরো অনেক পূর্বসূরির পথ ধরেই রাজনীতির ময়দানে নামলেন ভারতের দক্ষিণের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা কমল হাসান।
সুপারস্টার কমল হাসান নতুন দলের নাম ঘোষণা করেছেন। দলটির নাম ‘মাকাল নিধি মিয়াম’ বা পিপলস জাস্টিস পার্টি।
গতকাল বুধবার সন্ধ্যায় তামিলনাড়ুর মাদুরাইতে এক জনসভায় কমল হাসান এই ঘোষণা দেন। এতে প্রধান অতিথি ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
কমল হাসান বলেন, ‘এই দলকে বাম-ডান মতাদর্শে ফেলা যাবে না। সব মতাদর্শের ভালো কিছু নিয়েই এই দল। আমাদের অবস্থান কেন্দ্রে।’
৬৩ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘এই দল একদিনের কোনো কর্মসূচি নয়। আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।’
এ সময় কমল হাসান নতুন দলটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, এই দলটি তাঁদের জন্য উপহার, যাঁরা এত দিন ধৈর্য নিয়ে অপেক্ষা করেছেন, বিশেষ করে কেজরিওয়াল।
এরপর টুইটে কমল তাঁর দলের লোগো উন্মোচন করেন।
জনসভায় কমল হাসান বলেন, ‘এই দলটি জনগণের। আর আমি কোনো নেতা নই। আমি শুধু তাঁদের অনুসারী, যাঁরা ভালো কাজ করতে চায়। এটি বড় ধরনের উদাহরণ যে, আমরা কী করতে পারি।’
কমল হাসান সাধারণ মানুষের কাছে যেতে দীর্ঘ এক সফরের পরিকল্পনা করছেন। এ রকম আরো পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এই নেতা বলেন, ‘অবস্থার হয়তো কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমার জনগণ আমাকে ভোলেনি। আমি আপনাদের সন্তান।’ এ সময় তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ঘরের আলো, দয়া করে আমাকে জ্বলতে দিন।’