আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধি, :-
জয়পুরহাটে অগ্রনী ব্যাংক শাখা ব্যবস্থাপকগনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার
দুপুরে জয়পুরহাট অগ্রনী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলন জেলার ৯টি
শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগন অংশগ্রহন করেন।
অগ্রনী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আব্দুল মান্নানের সভাপতিত্বে
বক্তৃতা করেন- মহাব্যবস্থাপক আকরাম হোসেন, জেলার কালাই শাখার ব্যবস্থাপক নূরুল
ইসলাম, আঞ্চলিক প্রিন্সিপাল অফিসার আব্দুল করিম প্রমূখ। বক্তারা বলেন, গত ২০১৭ সালে
ব্যাংকটিতে আমানতের পরিমান দাড়ায় ১৯৬ কোটি টাকা, আর ঋন বিতরন করা হয় ১৫২
কোটি টাকা। ঋন গ্রহিতাগন ঋনের অর্থ বানিজ্যিক খাতে বিনিয়োগ করে তারা
আশানুরপ সাফল্য অর্জন করায় ঋন আদায়ের পরিমান ছিল বেশ সন্তোষজনক।
অন্যদিকে চলতি বছরে আমানতের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪৬ কোটি টাকা ও ঋন প্রদানের
লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮৬ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনে জেলায় অবস্থিত সকল শাখা
ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীগন ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পরামর্শ দেন মহা ব্যবস্থাপক।