গোলাম সারোয়ার নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির
সান্তাহারে শুক্রবার ১শত বোতল ফেন্সিডিল একটি বিলাসবহুল
প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে
সান্তাহার পুলিশ ফাঁড়ি।
পুলিশ সূত্রে জানা, এদিন বিকেল ৪ টা ৩০ মিনিটে গোপন
সংবাদের ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই
সিদ্ধার্থ সাহা, এটিএসআই মকবুল হোসেন, মো: জাহাঙ্গীর
হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ সান্তাহার পোঁওতা রেলগেইটে
নওগাঁ থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল প্রাইভেট কারে
অভিনব কায়দায় ১শত বোতল ফেন্সিডিল বহন করার সময় তল্লাশি
চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মো: কাজী সায়েম (২৯) ও
মো: নজরুল ইসলাম (৩০) কে আটক করে বিলাসবহুল একটি
প্রাইভেট কার নং ঢাকা মেট্টো-গ- ১৭-৪৮৮৪ জব্দ করে। আটকৃত
মাদক ব্যবসায়ী কাজী সায়েম গাজীপুর জেলার টুঙ্গির ফকির
মাকের্ট এলাকার কাজী শামসুল হকের ছেলে ও নজরুল ইসলাম একই
এলাকার মৃত-আবু তালেবের ছেলে।
আসামীদের আদমদীঘি থানায় মাদকদ্রব্য বিশেষ আইনে মামলার
প্রস্তুতি চলছিল বলে জানা যায়।