মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ ,(বগুড়া) প্রতিনিধিঃ – আজ সকালে “বাল্য
বিবাহ রোধ করি উন্নত সমাজ গড়ি, মাদককে না বলুন পরিচ্ছন্ন সমাজ
গড়–ন” – এই প্রতিপাদ্য দু’টিকে সামনে রেখে কাহালু মডেল উচ্চ
বিদ্যালয়ের আয়োজনে প্রায় ২ কিলোমিটার ব্যাপী ম্যারাথোন দৌড়
প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত ম্যারাথোন দৌড় প্রতিযোগীতায়
বিদ্যালয়ের প্রায় ৮শ’ শিক্ষার্থী স্বতষ্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। মাদক ও
বাল্য বিবাহের বিরুদ্ধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে প্রতিযোগীতায়
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই প্রতিপাদ্য দুটিকে সাধারণ জনগণের
কাছে তুলে ধরেন। ম্যারাথোন দৌড় প্রতিযোগীতা সম্পর্কে জানতে
চাওয়া হলে কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সৈকত
আহমেদ বলেন, “আজ কাহালু উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজকের এই
ম্যারাথোন দৌড় প্রতিযোগীতার মাধ্যমে আমরা মানুষেরর কাছে মাদক ও
যৌন নিপীড়ন বিরোধী প্রতিপাদ্য তুলে ধরলাম।” কাহালু মডেল উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ. এম. এ. সালাম বলেন, “আমাদের সমাজ থেকে
বাল্য বিবাহ ও মাদকের মতো মরণ ব্যাধী দূর করতে হবে। সেই লক্ষে আজকের এই
দৌড় প্রতিযোগীতার আয়োজন এবং এর মাধ্যমে আমরা জনসচেতনতা
তৈরী করতে সক্ষম হয়েছি বলে আমি মনে করি।” উক্ত ম্যারাথোন দৌড়
প্রতিযোগীতা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল উদ্দিন
কবিরাজ, প্রধান শিক্ষক এফ. এম. এ সালাম, ম্যানেজিক কমিটির অন্যান্য
সদস্যবৃন্দ, সহকারী শিক্ষকগণ সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।