বাংলার প্রতিদিন ডটকমঃ-
ভারতে একটি সেতু ভেঙে ট্রাক দুর্ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
গুজরাতের ভাবনগরে সংঘটিত এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে ৬০ জন যাত্রীবোঝাই একটি ট্রাক ফিরছিল। ট্রাকটি ভাবনগর-রাজকোট হাইওয়ে সংলগ্ন উমরালায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পড়ে যায়।
পুলিশ জানায়, এ দুর্ঘটনায় অন্তত ২৬ জন যাত্রীর মৃত্যু হয়। মৃতদের অধিকাংশই নারী ও শিশু। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছে।
সূত্র: এনডিটিভি, সিনহুয়া