গোলাম সারোয়ার,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৫৫০ টি স্পন্সর পরিবারের মাঝে রোববার সকাল ১০টায় উপজেলার হাপানিয়া শিয়ালমারী গ্রামে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা বিডিও ,বিএসডিও এবং অ্যাকশান এইড বাংলাদেশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার শামসুল হক, সহকারী প্রোগ্রাম অফিসার সুদেশ চন্দ্র, স্পন্সরশীপ অফিসার দেলোয়ার হোসেন, স্পন্সরশীপ এসোসিয়েট লরেন্স বারোয়া প্রমুখ।
উপজেলার গোয়ালা, পাতাড়ী ও তিলনা ইউনিয়নের ৫৫০ টি স্পন্সর পরিবারের মাঝে তিনটি করে (আম, নিম ও মেহগনি) মোট ১৬৫০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।#