বাংলার প্রতিদিন ডটকম ঃ-
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মানুষ কত কষ্টে আছে আপনারা সবাই জানেন। কিন্তু এদিকে সরকারের কোনো দৃষ্টি নাই। সরকারের দৃষ্টি একটাই; কী করে ক্ষমতায় থাকা যায়। ক্ষমতায় থাকতে হলে মানুষের ভালোবাসা অর্জন করতে হয়।’
আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পার্টির তৃণমূল সমাবেশে এসব কথা বলেন এইচ এম এরশাদ।
এইচ এম এরশাদ বলেন, ‘কত মানুষ খুন ও গুম হয়েছে তার কোনো ঠিকানা নেই।’ তিনি আরো বলেন, ‘উপনির্বাচনের জয় পরাজয়ে সরকার পরিবর্তন হবে না।’ তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন দিয়ে নিরপেক্ষতা প্রমাণ করুন।’
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় পাটির কেন্দ্রীয় মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা।