মোঃ জাকির হোসেন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ
উপজেলায় ৫নং সৈয়দপুর ইউনিয়নে প্রশাসনের নিরব ভূমিকায় চলছে রমরমা জুয়ার
আসর। সরেজমিনে দেখা যায়, ৫নং সৈয়দপুর ইউনিয়নের জুয়া স¤্রাট চোখা মিঞা ও
স্থানীয় চেয়ারম্যানের ছেলে লিমন এর নেতৃত্বে ভবানীপুর টাঙ্গন নদীর ধারে মৃত হবিবর
মেম্বারের আম বাগানের ভিতরে দীর্ঘদিন যাবৎ চলছে বড় ধরনের জুয়ার আসর। সোলারের
বাতি দিয়ে সন্ধ্যা ৭টা থেকে শুরু করে চলে সারা রাত। এতে স্থানীয় ও দুর দুরান্তের
যুবসমাজ খুব দ্রুত আসক্ত হয়ে পড়ছে, স্থানীয় সাধারন মানুষও জিম্মি হয়ে পড়ছে এই
চক্রের কাছে। কেউ এদের ভয়ে মুখ খোলে না। প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের
ম্যানেজ করে জুয়ারিরা এই স্পটে জুয়ার আসর বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা
হাতিয়ে নিচ্ছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এসব রমরমা জুয়ার আসর চললেও প্রশাসন নিরব
ভুমিকা পালন করছে। জুয়া খেলা বন্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে
চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে থানা পুলিশকে নিয়মিত মাসোহারার
মাধ্যমেই এই স্পর্টে বসে জুয়ার আসর। জুয়া খেলায় এলাকার শতশত যুবক নিঃশ্ব হয়ে
বর্তমানে চুরি-ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ কাজে জড়িয়ে পড়ছে। একাধিক
ব্যক্তি জানান এলাকার মানুষের স্বার্থে জুয়া বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে বারবার
অনুরোধ করা হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। নেশা ও জুয়ার টাকা জোগাড় করতে
এলাকার উঠতি ছেলেরা চুরি পকেটমার সহ নানা রকম অপরাধে জরিয়ে পড়ছে। নাম
প্রকাশে অনিচ্ছুক একাধিক জুয়ারু জানান থানা ও ডিবি পুলিশকে ম্যানেজ করে
খেলা চালাই। এ ব্যাপারে ৫নং সৈয়দপুর ইউপি চেয়ারম্যান ইকরামুল হক জানান, জুয়া বন্ধের
ব্যাপারে আমি অনেক চেষ্টা করেছি তবে আমার ছেলে লিমন কোন প্রকার জুয়ার সাথে
জড়িত নয়, এটা আপনারা ভূল শুনেছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
তদন্ত চিত্তরঞ্জন মুঠো ফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই তবে এরকম হলে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।