শান্ত ইসলাম,মির্জাগঞ্জ ঃ-
হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব এর এখানে দুই দিনব্যাপী ২৪ও ২৫ ফাগুন মাহফিল ও তাফসীর কুরআন আয়োজিত হয়। বিভিন্ন দেশ থেকে এই মাহফিলে যোগদান করে হাজারো মুসলমান। এই মাহফিলে-প্রদান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওমুসলিম ডঃ সিরাজী সাহেব এখানে হাজার হাজার মানুষ এই মাহফিলে যোগদান করেছিলেন ২৬তারিখ সকালে ফজরের নামাজের পরে আখেরি মোনাজাতের মাধ্যমে দিয়ে শেষ হয়। মুনাজাতে সারা পৃথিবী মুসলমানের জন্য দোয়া করা হয়। এবং মায়ানমারের মুসলমান নির্যাতনের বন্ধের জন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা করে। এর মধ্যে দিয়েই শৃঙ্খলা ভাবে এই মাহফিল শেষ হয়।