অনলাইন ডেস্কঃ-
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বন্দুক সহিংসতায় ফের রক্তাক্ত হলো। এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে যুদ্ধাহত সেনাদের একটি আশ্রয়কেন্দ্রে প্রবেশ করে তিন নারীকে হত্যা করেছে। নিহত তিন নারী ওই কেন্দ্রের কর্মী।
প্রথমে সেই ব্যক্তি আশ্রয়কেন্দ্রের তিন নারীকে জিম্মি করে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়। তিন নারীরও লাশ পাওয়া যায় সেখানে।
বন্দুকধারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার হামলাকারী ইউন্টভিলার ওই আশ্রয় কেন্দ্রটিতে প্রবেশ করে এবং তিন নারীকে জিম্মি করে।
কয়েক ঘণ্টার জিম্মি নাটকের পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিন নারীর মৃতদেহের পাশে বন্দুকধারীর মৃতদেহ খুঁজে পাওয়া যায় বলে জানান পুলিশের এক মুখপাত্র।