সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রাজারহাটের কয়েকটি গ্রামে ডায়রিয়ার
প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র ভিড়
বাড়ছে ডায়রিয়া রোগীর।
জানা গেছে,গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে উপজেলার স্বরুপ
চামারু,ছত্রজিৎ,রতিরাম কমলওঝাঁ এবং চাকিরপশার পাঠক গ্রামে
ডায়রিয়ার প্রাদূর্ভাব দেখা দেয়। গতকাল রবিবার উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্ধেসঢ়;্রর পুরুষ ও মহিলা ওয়ার্ডে খোজ খবর নিয়ে জানা যায়,
ওই সব গ্রামের ডায়রিয়া রোগীদের মধ্যে হাফিজুর রহমান (২৬)
মিনা (৩০) ইতি রায় (২২) নারায়ন (৩৫) রন্দ্ররাজ (১) মুরাদ (২) ও দীপক
রায় (১) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত কয়েকদিন ধরে
বহিঃর্বিভাগে প্রতিদিন শতশত ডায়রিয়া রোগী চিকিৎসা
গ্রহণ করছেন বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ
কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল্লাহ জানান,এটা ডায়রিয়া রোগের
প্রাদূর্ভাবের সময় নয়,তারপরও ওইসব গ্রামে ডায়রিয়া আক্রান্ত
হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ
করছি।