অনলাইন ডেস্কঃ-
চারদিনের সফরে সিঙ্গাপুরে গিয়ে দেশটির রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় হালিমা ইয়াকুব ও শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে, রোববার দুপুরে চারদিনের সফরে সিঙ্গাপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর কার্যালয় ইস্তানায় দেশটির রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
কুশল বিনিময়ের পাশাপাশি এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেন তারা। এরপর, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আনুষ্ঠানিক এই বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও সহযোগিতামূলক বেশ ক’টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের কথা রয়েছে।