প্রযুক্তির ফলে অনেক অনেক অসাধ্যই সাধন হচ্ছে। যা মানুষের কল্পনাতেও ছিল না তাই সম্ভব হয়ে যাচ্ছে একের পর এক।
এমন এমন অভাবনীয় সব জিনিস বিজ্ঞানীরা আবিষ্কার করছে যা মানুষের বিশ্বাসেরই বাইরে।
এবার নাকি আধুনিক প্রযুক্তির কল্যাণে দূর থেকে মাপা যাবে মানুষের হৃদস্পন্দন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকরা এমনই এক ড্রোন বা চালকবিহীন ছোট উড়ুক্কু যান তৈরি করেছেন, যা দূর থেকে মানুষের হৃদস্পন্দন মাপতে সক্ষম হবে।
গবেষকদের দাবি, ড্রোনটি ৬০ মিটার দূর থেকে মানুষের হৃদস্পন্দন মাপতে সক্ষম। বিভিন্ন মানবিক বিপর্যয়ের সময় এটি কাজে লাগানো যাবে।
ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার গবেষক জাভান চাহালের নেতৃত্বে একদল গবেষক সম্প্রতি ওই ড্রোন প্রদর্শন করেন।
বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, ‘ড্রোনটিতে ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে হৃৎস্পন্দনের খুঁটিনাটি নির্ধারণ করা যাবে।’
অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) এ গবেষণায় সাহায্য করেছে।
তবে, এ ড্রোনের নেতিবাচক দিক সম্পর্কেও সতর্ক করেছেন গবেষক চাহাল। এটি চাইলে গোয়েন্দাগিরি, এমনকি অস্ত্র হিসেবেও ব্যবহার করার আশঙ্কা তৈরি হতে পারে। এ ছাড়া এই ধরনের ড্রোনের তথ্য দুর্বৃত্তদের হাতে গেলে সর্বনাশ ঘটতে পারে।
তথ্যসূত্র: আইএএনএস