রিয়াদ – (বগুড়া) প্রতিনিধিঃ গত রাত আনুমানিক
১০টায় কাহালু বাজারের রেলওয়েবটতলা এলাকায় ২টি এলপি গ্যাসে
স্যালেন্ডারের দোকানে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন ধরে তা
নিমিষেই আশেপাশে ছড়িয়ে পড়ে। এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নগদ
টাকা সহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আব্দুল হান্নানের আদর্শ
রান্নাঘর ও সাকিব ট্রেডার্স এবং হারুন ট্রেডার্সের এলপি গ্যাসের
দোকানে আগুন লাগলে গ্যাস সিলিন্ডার, গ্যাস স্টোভ, রাইসকুকার সার সহ
অন্যান্য মালামাল আগুনে পুড়ে ভষিভূত হয়ে যায়। দোকানগুলোতে এলপি গ্যাস
সিলিন্ডার থাকায় আগুন মহূর্তের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের
লেলিহান শিখাগুলো আকাশচুম্বী হয়ে উঠলে হাজার হাজার উৎসুক লোকজন
প্রায় এক কিলোমিটার দূর থেকে দেখতে পেলেও কেউ আগুন নেভানোর সাহস
পায়নি। এরপর ঘটনাস্থলে বগুড়া ফায়ারসার্ভিসের একটি ইউনিট উপস্থিত
হয়ে প্রায় ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ঘটনার সময় উক্ত
এলাকায় প্রায় ৫ঘন্টা যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। এসময়
কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে
নিরাপরত্তা প্রদান করে।