মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের গড়মাটি রশিদ অটো রাইস মিলের শ্রমিক সোহানুর
রহমান সোহান (২০) রহস্যজনক মৃত্যু ঘটেছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে তার
মৃতদেহ রাইস মিল কর্তৃপক্ষ সোহানের বাড়ি গোপালপুর ইউনিয়নের গড়মাটি
কলোনীতে তার পিতা গ্রাম্য পশু চিকিৎসক আব্দুল জলিলের কাছে তুলে দেন।
কর্তৃপক্ষের ভাষ্য মতে, রাইস মিলের গেটের কাছে ট্রাকের সাথে ধাক্কা গেলে তার
মৃত্যু হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খাঁন জানান,
তিনিও শুনেছেন ট্রাকের ধাক্কায় সোহানের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত
বিষয়টি তদন্ত করা হবে।
রশিদ অটো রাইস মিলের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সন্ধ্যার
দিকে বাই সাইকেল যোগে ডিউটিতে আসার সময় মিল গেটে ঢোকার সময়
ট্রাকের সাথে তার ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি ওই মিলের
মালিক আব্দুর রশিদের। ট্রাকটির নাম্বার কত ও ড্রাইভার কে ছিলেন জানতে
চাইলে তিনি তা জানেন না বলে জানান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক
একাধিক শ্রমিক জানান, সোহানের মৃত্যু নিয়ে কর্তৃপক্ষের দেয়া তথ্যে
ব্যাপক অসঙ্গতি রয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য খুঁজে পেতে পুলিশের সুষ্ঠু
তদন্ত প্রয়োজন। সোহানের পিতা আব্দুল জলিল বলেন, আমরা গরীব মানুষ। মিলের
মালিক ম্যালা বড়লোক। এ ব্যাপারে থানা পুলিশের কাছে গেলে আমরা গরীবরা
কোন বিচারই পাবো না।
এ বিষয়ে মিল মালিক আব্দুর রশিদের মোবাইল ফোনে ১০/১২ বার কল দিলেও তিনি
তা রিসিভ করেননি।