আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর আত্রাইয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় আরইআরএমপি-২ প্রকল্পে কর্মরত মহিলা কর্মীদের
সঞ্চয়কৃত অর্থের চেক বিতরন করা হয়েছে। বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও
প্রকৌশলী অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ ৬(আত্রাই-
রানীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে এ
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন মিয়া ও উপজেলা
পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামাণিক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০জন মহিলা কর্মীকে তাদের ২ বছরের সঞ্চয়ের ৩৬ হাজার টাকার চেক
বিতরন করা হয় ।