শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

টাঙ্গাইলের ১২ উপজেলার ১০টিতেই নির্বাহী কর্মকর্তার দায়িত্বে নারীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ১২৪ বার পড়া হয়েছে

হেলাল শেখ ,

এক সময়ের অবহেলিত নারীরা এখন আর পিছিয়ে নেই।  ঘরে বাইরে সবখানেই দক্ষতার প্রমাণ দিচ্ছেন তারা। এগিয়ে নিচ্ছেন পরিবার, সমাজ, সর্বোপরি দেশকে। টাঙ্গাইলও এর ব্যতিক্রম নয়। বলা চলে এ জেলার নেতৃত্ব দিচ্ছেন নারীরাই। এখানকার শীর্ষ পদগুলো এখন নারীদের দখলে। জেলার ১২টি উপজেলার ১০টিতেই নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করছেন নারীরা। এছাড়াও প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য বিভাগেও নেতৃত্ব দিচ্ছেন আরো ১৫ নারী। তাদের নিষ্ঠা ও সফলতা প্রশংসিত হচ্ছে স্থানীয়দের মাঝে।

জেলার নারী ইউএনওদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় জিনাত জাহান, নাগরপুরের আসমা শাহীন, কালিহাতীর শাহীনা আক্তার, মির্জাপুরের ইসরাত সাদমীন, সখীপুরের মৌসুমী সরকার রাখী ও গোপালপুরের দিলরুবা শারমিন, বাসাইলের শামছুন নাহার স্বপ্না, ধনবাড়ীর আরিফা সিদ্দিকা, দেলদুয়ারের সাবিনা ইয়াসমিন ও ঘাটাইল উপজেলায় নবাগত দিলরুবা আহম্মেদ।

উপজেলার সকল বিভাগের কাজকর্মের সমন্বয়,  তদারকি এবং জেলার সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন এই নারী কর্মকর্তারা।নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সরকারের গৃহিত পদক্ষেপ  সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছেন তারা।

জেলার ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন, সরকারের স্থায়ী আশ্রয়ণ, আদর্শ গ্রাম, আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং অসহায় মানুষদের বিভিন্ন আশ্রয়ণে সংস্থান করে যাচ্ছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়াও রাজস্ব, ফৌজদারি ও উন্নয়ন প্রশাসনেরও দায়িত্ব পালন করছেন নারীরা।

যৌতুক, বাল্যবিয়ে বন্ধ, মাদক ও জঙ্গীমুক্ত উপজেলা গড়তে তাদের ভূমিকা সর্বস্তরে প্রশংসিত হচ্ছে।

উপজেলা প্রশাসনের শীর্ষপদে থাকা এই নারী ইউএনওরা জানান, দেশের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন তারা। এখানকার সামাজিক সমস্যা দূরীকরণে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে নিচ্ছেন জেলাকে।

জেলার উপজেলাগুলোতে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করছেন ৭ জন নারী। এর মধ্যে কালিহাতীতে নাফিসা আক্তার, বাসাইলে আশরাফুন নাহার, সখীপুরে আয়েশা জান্নাত তাহেরা, দেলদুয়ারে আখতারুন্নেসা, নাগরপুরে সাবরিন চৌধুরী, মধুপুরে সিফাত-ই-জাহান, ঘাটাইলে আম্বিয়া সুলতানা দায়িত্ব পালন করছেন।

এছাড়াও শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ৬জন নারী। এর মধ্যে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার, বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকলিমা চৌধুরী, ভূয়াপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ নেওয়াজ পারভীন, ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিনা আখতার, ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আক্তার।

স্বাস্থ্য বিভাগে দায়িত্ব পালন করছেন ২জন নারী। এর মধ্যে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451