বাংলার প্রতিদিন ডটকম ঃ-
জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রাম বিজয়ী হয়েছেন। এছাড়া গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান জানিয়েছেন, মঙ্গলবার উপনির্বাচনের বেসরকারি ফলাফলে ফরহাদ হোসনে পেয়েছেন ৮১ হাজার ৩৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির রেজোয়ান আহমেদ (লাঙল) পেয়েছেন ৩৩ হাজার ২৫৮ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়।
এদিকে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপনির্বাচনের বেসরকারি ফলে জাতীয় পার্টির শামীম পেয়েছেন ৭৮ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আফরুজা বারী পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট। মাছ প্রতীকের প্রার্থী এনপিপির জিয়া জামান খান পেয়েছেন ৭১১ ও আম প্রতীকের প্রার্থী গণফ্রন্টের শরিফুল ইসলাম পেয়েছেন ৪১৭ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহাবুবর রহমান জানান, ১০৯টি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ করা হয়। তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট পড়ে ৪৪ দশমিক ৪৬ ভাগ।
এদিকে, এ নির্বাচন শান্তিপূর্ণভাবে হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। যার কারণে নির্বাচনী উত্তাপ দেখা যায়নি। বিভিন্ন স্থানে মানুষ ঘোরাঘুরি করলেও কেন্দ্রে আসতে অনীহা দেখা গেছে।
সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নের গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ভোটদানের শেষ পর্যায়ে ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে তাদের ভোটার সহায়তা কেন্দ্র ভাংচুর করেছে আওয়ামী লীগ কর্মীরা।
এদিকে, নাসিরনগরে জাতীয় পার্টির প্রার্থী রেজোয়ান আহমেদ অভিযোগ করেছেন, নৌকার সমর্থকরা ৪০-৫০ কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে পুলিশের সহায়তায় ব্যালেট পেপারে সিল মেরেছেন। তাই তিনি এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান।
নাসিরনগর থেকে আবদুন নূর জানান, সকাল ৮টা ৪০ মিনিটে কুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ফাঁকা দেখা যায়। ওই সময় পর্যন্ত চার বুথে ভোট পড়ে ৪৯টি। কুণ্ডা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে ৮৬টি। নাসিরনগর সদরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়ে ৩০০টি। তবে বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা যায়। সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ভোট পড়ে ৪৭৪টি।
উপজেলার পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফয়জুল করিম জানান, সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ভোট পড়ে ৩৫১টি।
এছাড়া বুড়িশ্বর ইউনিয়নের আতুকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের লাইন দেখা গেছে। সকাল ১১টা ৫ মিনিট পর্যন্ত ৫৫৭টি ভোট পড়ে। চাপরতলা ইউনিয়নের খান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ভোট পড়ে ৮৫০টি।
একই ইউনিয়নের চাপরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা সোয়া ১২টা পর্যন্ত ভোট পড়ে ১ হাজার ১৩০টি।
উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। দুপুর পৌনে ১টা পর্যন্ত ভোট পড়ে ১ হাজার ২৬৭টি।
নাসিরনগরের প্রয়াত সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের নিজ গ্রাম পূর্বভাগ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দুপুর ১টায় গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। তবে প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান জানান, দুপুর সোয়া ১টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৭০০টি।
জাতীয় পার্টির প্রার্থীর নিজ ভোটকেন্দ্র ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর দেড়টায় গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। তবে কেন্দ্রের বাইরে দু’দলের কর্মীদের দেখা গেছে। দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ জন ভোট দেন বলে জানান ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পার্থ প্রতিম সোম।
পূর্বভাগ ইউনিয়নের সুচিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়ে ১ হাজার।
সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বানোয়াট।
মোহন আখন্দ, উজ্জ্বল চক্রবর্তী ও এ মান্নান আকন্দ সুন্দরগঞ্জ থেকে জানান: গোপালচরণ বিদ্যালয় কেন্দ্রে আটক ব্যক্তিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল আলম রেজা, দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশেক আলী জিকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য দুদু মিয়া। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সকাল ৯টায় বেলকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, ১৬৩ জন ভোট দিয়েছেন। সকাল ১০টায় দক্ষিণ ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন ২৭৪ জন। সোয়া ১০টায় বেলকা মজিদপাড়া শরিফুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯৭ জন ভোট দেন। সাড়ে ১০টায় ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ৪০৫ জন। পৌনে ১১টায় বজরা হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ৭০৯ জন। ১১টায় বাজারপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ৪০৭ জন। সোয়া ১১টায় সুবর্ণদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ২২৭ জন। দুপুর ১২টায় গোপালচরণ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ৩০৫ জন। কেন্দ্রগুলোতে নারী ভোটার ছিল তুলনামূলক বেশি।
সকাল ১১টায় উত্তর শাহবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিসহ পরিবারের সদস্যরা ভোট দেন। সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় মারা গেলে আসনটি শূন্য হয়।