কামরুজ্জামান শাহীন॥
আর্টিকেল ১৯’র উদ্যোগে দুই দিনব্যাপি গণমাধ্যমকর্মীদের
সুরক্ষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার(১৩মার্চ ও
১৪মার্চ) রাজধানীর অভিজাত এলাকা গুলশান ফাইভ ষ্টার হোটেল
লেকশোরে গণমাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষার অংশ হিসেবে
শারীরিক, ডিজিটাল, আন্তর্জাতিকমানদন্ড ও আইনি সুরক্ষা এবং
লিঙ্গভিত্তিক সুরক্ষা বিষয়ে সাংবাদিক ও সামাজিক যোগাযোগ
মাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কর্মশালা সম্পন্ন হয়। প্রশিক্ষণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে
প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায়কর্মরত ৪০ জন
গণমাধ্যমকর্মী অংশ গ্রহণ করেন।
যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা আর্টিকেল ১৯’র
উদ্যোগে এ প্রশিক্ষণ । প্রশিক্ষণে আর্টিকলে ১৯ বাংলাদেশ ও দক্ষিণ
এশিয়ার পরিচালক তাহমিনা রহমান বলেন, গণমাধ্যমকর্মীদের হামলা,
মামলা মোকাবেলায় ও পেশাগত সুরক্ষায় এই প্রশিক্ষণ গুরুত্বপুর্ন
ভুমিকা রাখবে, প্রত্যেক সাংবাদিক ও সামাজিক যোগাযোগ
মাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষার জন্য এই প্রশিক্ষণ গ্রহন করা
দরকার। এই প্রশিক্ষনের ফলে তারা নিজেরাই আরো কার্যকরভাবে মত
প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে সহায়ক ভুমিকা পালন করবে
এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে। রাজধানীর গুলশানের হোটেল
লেকশোরে দুই দিন ব্যাপী প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।
প্রশিক্ষণ শেসন পরিচালনা করেন, দুদুকের নির্বাহি পরিচালক
শহিদুল আলম, দি এশিয়ান এজের সহযোগি সম্পাদক, সৈয়দ বদরুল
আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা
বিভাগের শিক্ষক, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আইন বিভাগের
শিক্ষক, ড. মাহবুবুর রহমান, ও আর্টিকেল ১৯এর সিনিয়র
প্রোগ্রাম অফিসার ব্যারিষ্টার এ,কে,এম, জাকির উজ্জামান খান
প্রমুখ। প্রশিক্ষণে বক্তারা বলেন এ প্রশিক্ষণের ফলে সংশিষ্ট
গণমাধ্যমকর্মীদের পেশাগত ক্ষেত্রে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি পাবে,
যা দেশের মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে সহায়ক
ভুমিকা পালন করবে।