বাংলার প্রতিদিন ডটকম ঃ- আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার কারণে মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
‘আজকে তার জীবন সায়াহ্নে অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আওয়ামীলীগ জনগণকে ভয় পায়, নিপীড়নের মাধ্যমে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখতে চায়, তারা কি সেটা করতে পারেন? আমাদেরকে ঐক্য গড়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার কারণে মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে এই সরকার।