নাটোর প্রতিনিধিঃ
শুক্রবার ১৬ই মার্চ বি.এম মোবাইল হাউজ এন্ড ইলেক্ট্রনিক্স,বি.এম ইন্টারন্যাশনাল,বি.এম
লেডিস কর্নার ব্যাক্তি প্রতিষ্ঠানের আয়োজনে বি এম ইন্টারন্যাশনালের কেন্দ্রীয়
অফিসে দুপুর ১২ টা ৪৫ মিনিটে ৩৫০ জন গরীব অসহায় ও দুস্থদের মাঝে ৩ কেজি করে
(আটা)খাবার বিতরন করা হয়েছে।
বি এম ইন্টারন্যাশনাল ব্যাক্তি প্রতিষ্ঠানের পরিচালক মো.রুহুল আমীন রুবেল বলেন, গরীব
অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশ সমাজ এগিয়ে নিতে হলে
আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে কাজ করে যেতে হবে। তাই সমাজের জাতি বর্ণ
নির্বিশেষে সকল দরিদ্র মানুষের পাশে দাড়াতে হবে,তাদের জন্য কাজ করে যেতে হবে।
তাহলে সমাজ হবে উন্নত,দেশ হবে সমৃদ্ধ। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় প্রতি শুক্রবার গরীব
অসহায়দের মাঝে বিভিন্ন ধরনের খাবার,পোশাক,নগদ অর্থ এবং বিশেষ দিনগুলোতে
একটু বড় আয়োজন করে থাকি। আমি চেষ্টা করি আমার আশপাশের মানুষ গুলো যেন না
ক্ষেয়ে না থাকে। তারা যেন বুঝতে না পারে তারা গরিব। তিনি আরও বলেন সবাই
সম্মিলিত ভাবে এগিয়ে আসলে আর কোন গরীব দুখি থাকবে না।