বাংলার প্রতিদিন ডটকম ঃ-
নেপালে বিমান দুর্ঘটনায় আহত বাংলাদেশি স্বর্ণা, মেহেদী ও অ্যানিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। শারীরিকভাবে সুস্থ থাকায় তাদের বাসায় পাঠানো হচ্ছে।
এদিকে ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে কবির হোসেন, শাহিন ব্যাপারি, রাশেদ আহম্মেদকে রোববার দেশে আনা হবে।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন বলেন, নেপালে যে চিকিৎসকদল গেছেন, তাদের সঙ্গে আজ সকালে সর্বশেষ কথা হয়েছে। তারা আমাকে যে তথ্য দিয়েছেন, তা হলো নেপালের বিভিন্ন হাসপাতাল ঘুরে ৮ জন রোগীকে পেয়েছেন, যারা ক্রিটিকালি বার্ন্ট পেসেন্ট।
তিনি আরও বলেন, এদের মধ্যে দুইজন পেসেন্টের অবস্থা গুরুতর। এখনও স্টেবল হননি। একজন পেসেন্ট খুব সিরিয়াস। আর বাকি পাঁচজন পেসেন্টকে তারা শিফট করতে পারবেন ঢাকায়। ওদেরকে এয়ারপোর্ট থেকে হাসপাতালেই নিয়ে আসতে হবে। আরও অবজার্ভেশনে রাখতে হবে।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শাহারিন আহমেদ শারীরিকভাবে সুস্থ বলেও জানিয়েছেন চিকিৎসক।
উল্লেখ্য, দেশের ইতিহাসে সব থেকে বড় এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় ২৬ বাংলাদেশি।