স্পোর্টস ডেস্কঃ-
শ্রীলংকার বিপক্ষে ফাইনালে ওঠার ম্যাচে আইসিসি’র আচরণ বিধি ভঙ্গ করায় বাংলাদেশ দলের টি২০ অধিনায়ক সাকিব আল হাসানকে তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া দলের সঙ্গে থাকা অতিরিক্ত খেলোয়াড় নুরুল হাসানেরও ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা হয়েছে।এর বাইরে প্রত্যেকে পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট।
আইসিসি ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর ক্রিকেটের আচরণের সঙ্গে যায় না এমন আচরণের জন্য ডিমেরিট পয়েন্ট চালু করে। এরপর বাংলাদেশ দলের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব কিংবা নুরুল হাসান এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন।
সাকিব-নুরুল দুজনেই আইসিসি’র ‘কোড অব কনডাক্ট’ এর প্রথম ধাপ ভাঙায় তারা একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তবে দুজনের বিরুদ্ধে আলাদা-আলাদা ধারায় অভিযোগ আনা হয়েছে। সাকিব বিরুদ্ধে ২.১.১ ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। তার আচরণ ক্রিকেটের অগ্রগতির পরিপন্থি বলে ধরা হয়েছে। আর নুরুলের বিরুদ্ধে ২.১.২ ধারায় ক্রিকেটের দুর্নাম করার অভিযোগ আনা হয়েছে।
সাকিব এবং নুরুল দুজনের ঘটনাই ঘটেছে ১৯.২ ওভারে। বাংলাদেশ তখন শ্রীলংকার বিপক্ষে ব্যাট করছে। ‘নো’ বলের সংকেত পেয়েও মূল আম্পায়ার ‘নো’ বল না দেওয়ায় সাকিব ক্রিজে থাকা ব্যাটসম্যানদের উঠে আসার ইঙ্গিত করেন। সেই একই ওভারে মাঠে পানি নিয়ে ঢোকা নুরুল হাসানের সঙ্গে শ্রীলংকার অধিনায়ক থিসারা পেরেরার ধাক্কা লাগে এবং কথা কাটাকাটি হয়।
তবে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া শাস্তি সাকিব এবং নুরুল হাসান মেনে নেওয়ায় শুনানীর প্রয়োজন পড়েনি।