গোলাম সারোয়ার নওগাঁ প্রতিনিধি: সন্ত্রাস, জঙ্গিবাদ,
নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের কে.ডি স্কুলের
সামনে থেকে জিলা স্কুল পর্যন্ত সড়কে ঘন্টাকালব্যাপী
কর্মসূচী পালন করা হয়েছে।
বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিক)
নওগাঁ জেলা শাখা এর আয়োজন করে। এই কর্মসূচীতে
নওগাঁর ঐতিহ্যবাহি কে.ডি সরকারী উচ্চ বিদ্যালয়, নওগাঁ
সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুলের শিক্ষকÑশিক্ষিকা
ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। কে.ডি সরকারী উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাসমাশিকের জেলা শাখার সভাপতি
নাসরিন বানুর সভাপতিত্বে এ সময় নওগাঁ সরকারী বালিকা
উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল।
জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, সংগঠনের সাধারন
সম্পাদক হাসনত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহেল
বাকী, প্রচার সম্পাদক সাইদুজ্জামান, দপ্তর সম্পাদক আলমাস
হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।#