ভোলা প্রতিনিধি॥
ভোলার লালমোহনে ট্রলির চাপায় আবদুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত
হয়েছেন।
শনিবার (১৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের
অভ্যন্তরীণ সেফালী রোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমান উপজেলার পশ্চিম
চর উমেদ ইউনিয়নের বাসিন্দা।
লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির জানান,
রাতে সেফালী রোড দিয়ে আবদুর রহমান হেঁটে যাচ্ছিলেন। এ সময়
বিপরীত থেকে আসা একটি ট্রলি এসে তাকে চাপা দেয়। এতে তিনি
ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটি
আটক করে।