মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া)ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম
জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষ্যে শনিবার সকালে কাহালু
উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালীর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে এক
আলোচনা সভা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আরাফাত রহমান এর
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও
কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা
সহকারি কমিশনার (ভূমি) মহুয়া শারমিন ফাতেমা, উপজেলা ভাইস
চেয়ারম্যান ছাইফুল ইসলাম, মমতা আরজু কবিতা, উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু
থানা পুলিশ পরিদর্শক, কাহালু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ, কাহালু আদর্শ
মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক
কমান্ডার, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে
চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।