মোহাম্মদ মোজাম্মেল হক, মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন
সংস্কারবাদী ও সমাজ তান্ত্রিক বাংলাদেশ গড়ার অন্যতম এক কারীগর।তিনি মানুষের মুখ দেখেই তার নারী নক্ষত্র
বলে দিতে পারতেন।শুধু তাই নয়, বঙ্গবন্ধুর ছিল অসাধারন সাহস, তিনি কারও কাছে মাথা নত করেন নাই।তার
অসাধারণ সাহস ও সঠিক নের্তৃত্বের কারনেই দেশ অল্প দিনের মদ্যে স্বাধীনতা লাভ করেছিল।এজনই তিনি
বিশ^ দরবারে মহান নেতা বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন।মন্ত্রী আজ শনিবার টাঙ্গাইলের
মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস
উপলক্ষে আলোচনা সভা এবং ভারতেশ^রী হোমসের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির
বক্তৃতায় এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আবুল মাল আব্দুল মহিত বলেন, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
সঠিক নের্তৃত্বের কারনে বাংলাদেশ আজ নিম্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে এবং
এভাবে চলতে থাকলে অচিরেই উন্নত দেশ হিসেবে পরিনত হবে।মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ ক্ষমতায়
আসার পর এ দেশে শিক্ষা, যোগাযোগ,সামাজিক উন্নয়ন ও ডিজিটালসহ সকল ক্ষেত্রেই উন্নতি লাভ
করেছে।
বিএনপিকে ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সঠিক সিন্ধান্তের কারনে গত নির্বাচনে
তারা নির্বাচনে না এসে বড় ভুল করেছে।পুর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় সংসদ
নির্বাচনে বিএনপি অংশ নিবে বলে তিনি দলের নেতাকমৃীদের অনুরোধ জানিয়েছেন।ভারতেশ^রী হোমসের
ছাত্রীদের শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ, সাংস্কৃতিক ও কেলাধুলার চর্চা দেখে তিনি মুগ্ধ হন এবং এই
প্রতিষ্ঠানকে সকল ধরনের সহযোগিতা করার জন্য আশ^াস দেন। আগামী বাজেটের আকার চার হাজার ৭৫
হাজার কোটি
সকাল দশটার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে অর্থ মন্ত্রী ও তার পরিবারের সদস্যবৃন্দ কুমুদিনী
হাসপাতাল মাঠে অবতরন করেন।তাদের শুভেচ্ছা জানান কুমুদিনী পরিবারের সদস্যবৃন্দ।সেখান থেকে তারা
কুমুদিনী কমপ্লেক্ধসঢ়;্র, কুমুদিনী হাসপাতাল,নার্সিং স্কুল ও কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ
পরিদর্শন করেন।এরপর ভারতেশ^রী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ ড্রিস প্লে প্রদর্শন এবং পরে পিপিএম হলে
আলোচনা সভা ও বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।এ সময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিসেস
প্রতিভা রানী হালদার, কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রী মতি সাহা, পরিচালক(শিক্ষা) প্রতিভা
মুৎসুদ্দি ও ব্যবস্থাপনা পরিচালক শ্রী রাজিব প্রসাদ সাহা।অর্থমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন, তার
বোন জাতীয় অধ্যাপক ড. শাহলা(শায়লা) খাতুন, পুত্র সাহেদ মুহিত, কন্যা শামিনা মুহিত, মেয়ের জামাই,
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦
মো. একাব্বর হোসেন এমপি, অর্থ মন্ত্রীর একান্ত সচিব সৈয়দ রাশেদুল হোসেন, অর্থ মন্ত্রনালয়ের
সিনিয়র তথ্য অফিসার মো. সাহেদুর রহমান ও রাইজিং সান বিডির সিনিয়র রিপোর্টার কিসমত
খোন্দকার।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক সম্পা সাহা,
কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার,সহকারী পুলিশ সুপার(মির্জাপুর সার্কেল)
মো:আফসার উদ্দিন খাঁন , মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন ও মির্জাপুর উপজেলার
সহকারী কমিশনার(ভ’মি) মো: আজগর হোসেন প্রমুখ।