অনলাইন ডেস্কঃ-
আজ বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে ঢাকায় আনা হচ্ছে কাঠমাণ্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহীন বেপারীকে। তার সঙ্গে আছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক আল মামুন।
ঢাকায় পৌঁছার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহীন বেপারীকে সোজা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।
এছাড়া নরভিক হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি যাত্রী ইয়াকুব আলীকে আজ বিকাল সাড়ে ৪টায় এয়ার এম্বুলেন্সে করে নয়াদিল্লি নেয়া হচ্ছে।
এদিকে নিহত যাত্রীদের মধ্যে আরো চারজন নেপালীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্তকৃত যাত্রীর সংখ্যা দাঁড়াল ৩২ জনে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এছাড়া আরো ছয় জন যাত্রীর পরিচয় প্রায় নিশ্চিত হওয়া গেছে। তারা কোন দেশের শীঘ্রই জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।