পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীরা৷
এছাড়া চলমান আন্দোলনকে বেগবান করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আগামী ২৯ মার্চ বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গন্থাগার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), নীলক্ষেত মোড় ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিলের পর সমাবেশও করে আন্দোলনকারীরা।
কোটা সংস্কার আন্দোলনের দাবিতে গড়ে ওঠা ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকার এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় সহস্রাধিক ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থী৷
বিক্ষোভকারী কয়েকজন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছি। আমরা যে দাবি করছি, সেটা একটা পবিত্র দাবি৷ চলমান বাস্তবতায় এ কোটা সংস্কারের কোন বিকল্প নেই।
তারা বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর সেদিন (১৪ মার্চ) টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে ৷মামলা দিয়েছে। আমরা ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করছি ৷সুতরাং মামলা দিয়ে এ আন্দোলনকে থামানো যাবে না।‘তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করে লাখো তরুণকে হতাশার হাত থেকে মুক্তি দিন।’
আন্দোলনকারীদের দাবিগুলো হচ্ছে- কোটা সংস্কার করে ৫৬ থেকে ১০ শতাংশে কমিয়ে আনতে হবে ৷ কোটায় প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদ গুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে৷ চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না৷ কোটার কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না ৷ চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা করতে হবে ৷