সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চয়ন দাশ হত্যাকাণ্ডের মামলার ২৮ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।গতকাল রোববার (৭ আগষ্ট) ১০ জন আসামি হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালত-৫-এ জামিনের আবেদন করলে,ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার একই আদালতে ১৮ জন আসামিকে কারাগারে পাঠানো হয়।
চয়ন হত্যার মামলার ২৮ আসামির বাড়ী বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে।
জানা গেছে, গত বছর ১৫ আগস্ট পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামের একটি পুকুরে মাছ ধরতে যান বানিয়াচঙ্গ দৌলতপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের লোকেরা। চৌকি গ্রামের পিলু দাশের লোকেরা মাছ ধরতে বাঁধ দেন। এ সময় দু’পক্ষের সংঘর্ষে পিলুর ছোট ভাই চয়ন দাশ নিহত হন।