মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
বিয়ের দশ বছর পর এক সঙ্গে পাঁচ সন্তানের মা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার
লিপি বেগম (২৮)। রবিবার ভোরে বনপাড়ার আমিনা হাসপাতালে লিপি বেগম দুটি কন্যা
সন্তানসহ পাঁচটি সন্তান প্রসব করেন। তবে মাও দুই কন্যা সন্তান সুস্থ হলেও অপর
তিনটি বাচ্চা অসম্পূর্ণ শারীরিক গঠন নিয়ে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে
জানিয়েছেন কর্তব্য রত চিকিৎসকেরা। লিপি খাতুন বড়াইগ্রামের নগর গ্রামের জাকের
মন্ডলের স্ত্রী।
লিপির মাও লিলি বেগম জানান, প্রায় ১০ বছর আগে জাকের মন্ডলের সাথে তার মেয়েকে
বিয়ে দেন। কিন্তু দীর্ঘ সময়েও সন্তান না হওয়ায় তাদের পরিবারের সবাই লিপির প্রতি
অসন্তুষ্ট ছিলেন। এর মধ্যে লিপি সন্তান সম্ভবা হয়ে পড়েন। শনিবার রাতে প্রসবব্যথা
উঠলে তাকে দ্রুত বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার ভোরে তিনি
স্বাভাবিকভাবেই একে একে ৫টি সন্তান প্রসব করেন।
দুপুরে বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. আনসারুল হক ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, অপারেশন ছাড়াই লিপি খাতুন ৫টি সন্তান প্রসব করেন। তবে মাসহ
দুটি শিশু সুস্থ হলেও অপর তিনটি শিশুর গঠন পুরোপুরি সম্পন্ন হয়নি। এ শিশু তিনটি
মৃতঅবস্থায় জন্মগ্রহণ করেছে।