মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের
ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রচারাভিযান ও সেবা সপ্তাহ ২০১৮ পালনের
অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রামে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) দিনব্যাপী
বর্ণিল এ আয়োজন উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর, বড়াইগ্রাম) আসনের
সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক আব্দুল কুদ্দুস।
সকালে শোভাযাত্রাটি বনাপাড়া বাজার প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ
হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পারভেজের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ
চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির
হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, সাধারণ সম্পাদক
মিজানুর রহমান, বড়াইগ্রাম সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হারুন-অর
রশিদ, থানার ওসি শাহরিয়ার খান প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।