ফরহাদ হোসেন ,সাভার ঃ-
সাভারের হেমায়েতপুরে কলেজ শিক্ষার্থী মাহমুদুর রহমান ফয়সালের খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাড়কে সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ছাড়াও এলাকার প্রায় এক হাজার বাসিন্দা অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ।
বক্তারা বলেন, কলেজ শিক্ষার্থী ফয়সালকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের দ্রুত রায় দিয়ে ফাঁসি কার্যকর করা হলে কেউ আর সমাজে অপরাধ করতে সাহস পাবে না।
প্রসঙ্গত, অপহরণের পরিকল্পনায় রাজি না হওয়ায় গত ৫ মার্চ সাভারের হেমায়েতপুর থেকে কলেজেক্স স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান ফয়সালকে নিজ বাসা থেকে তার বন্ধু রাজু ও আকাশ ডেকে নিয়ে যায়। পরে ফয়সালের কোনো খোঁজ না পেয়ে ৬ মার্চ সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফয়সালের চাচা আব্দুল আলিম।
পরে অভিযুক্ত রাজু ও আকাশের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাকিং করে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। একপর্যায়ে মঙ্গলবার ভোরে দিনাজপুরের বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও রাজুকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে সাভারের জোড়পুল এলাকার বৈদ্যনাথের ইটভাটার পাশে হোসেন আলীর পরিত্যক্ত বালুর মাঠ থেকে বালিচাপা অবস্থায় ফয়সালের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত কলেজ শিক্ষার্থী মাহমুদুর রহমান ফয়সাল সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার মাসুদ রানা ছেলে।