শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে হাট বাজার ইজারা লব্ধ অর্থের ৪% অর্থ থেকে বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।