চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সকালে শিবগঞ্জ কেন্দ্রীয় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী এবং সাংস্কৃতিক গোষ্ঠিসমূহের কর্মীগণ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে গোলাম রাব্বানী এমপি, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এবং ওসি হাবিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজ শেষে স্টেডিয়াম মাঠে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও বিশেষ প্রার্থনা। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।