শরিফুল ইসলাম ,নড়াইল :-
নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন
কর্তৃক দায়েরকৃত জিডির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের
চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু ।
গতকাল বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে
লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু । এ
সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু বলেন, গত ২৮
ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন লোহাগড়া থানায়
আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে একটি সাধারন ডায়েরী (জিডি)
দায়ের করেন, যার নং ১৫৭৬, তাং ২৮-০২- ২০১৮ ।
গত ২৮ ফেব্রুয়ারী দায়েরকৃত সাধারন ডায়েরীটি (জিডি) মিথ্যা,
ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে তিনি বলেন, বিগত ২০১৭ সালের ২৯ জুন
কিছু প্রকল্পের অনুকূলে ৩৯ লক্ষ টাকার বরাদ্দ আসে নাই। অথচ, ইউএনও মনগড়া ও
কাল্পনিক অভিযোগ এনে ওই প্রকল্পে কথিত সই না করায় আমার সাথে ইউএনও’র
দ্বন্ধ ও বিরোধের সৃষ্টি হয় বলে তিনি দায়েরকৃত জিডিতে উল্লেখ করেছে। অথচ,
এ প্রকল্পের কোর স্মারক নং সহ কোন তথ্য-প্রমান তিনি দেখাতে পারেন নাই। শুধু
তাই নয়, এর জের ধরে আমি ইউএনওকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছি
বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে । তার সাথে আমার দাপ্তরিক বিষয় ছাড়া কোন
কথাবার্তা হয় না। তাকে হুমকি দেওয়ার কোন প্রশ্নই ওঠে না।
এ ছাড়া তিনি আমাকে খুনি, ডাকাত ও বিকাশ-প্রকাশ গ্রুপের সহযোগী
হিসেবে উল্লেখ করেছেন। আমার বিরুদ্ধে কোথাও মামলা-মোকদ্দমা নেই। তা
ছাড়া, আমি সন্ত্রাসী, খুনি, ডাকাত না। এ বিষয় গুলো তিনি উপজেলার মাসিক
আইন-শৃঙ্খলা সভায় উপস্থাপন না করে এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
স্থানীয় রাজনৈতিক মহলের ইন্ধনে গত ২৮ ফেব্রুয়ারী জিডি করে আমার সুনাম
,মান-সম্মান , ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন । যা উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
চাপানোর কৌশল মাত্র । তিনি অবিলম্বে দায়েরকৃত সাধারণ ডায়েরী (জিডি)
প্রত্যাহারের দাবী জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের
সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক কচি, উপজেলার
মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ফকির, জেলা
কৃষকলীগের সহ-সভাপতি গোলাম মোরশেদ, রাম নারায়ন পাবলিক লাইব্রেরীর সাধারণ
সম্পাদক সৈয়দ আকরাম আলী আখিদুল, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল
ইসলাম কালু, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রিজাউল করিম, আওয়ামীলীগ
নেতা মোহাসিন মোল্যা, হেমায়েত হোসেন হিমু, যুবলীগ নেতা সৈয়দ মাসুম
রেজা, শেখ মহসিনউদ্দীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সী জোসেফ হোসেন,
রোমান রায়হান প্রমুখ ।#