দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, উন্নয়নের ধারা ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দুর্নীতিকে সম্মিলিতভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে প্রত্যাশিত মাত্রায় দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রতিরোধ কিংবা সমাজে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা পরিপূর্ণভাবে সম্ভব নয়। এক্ষেত্রে দেশের সর্বস্তরের মানুষের অকুণ্ঠ এবং দ্ব্যর্থহীন সমর্থনের কোনো বিকল্প নেই।
‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’- এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮’-এর তৃতীয় দিনে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কমিশনের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, বিএনসিসির সদস্য, গার্লস গাইড, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি করে সর্বস্তরের মানুষকে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে উদ্বুদ্ধ করা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল, মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মো. জয়নুল বারী, মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. আতিকুর রহমান খান, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী প্রমুখ।