মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও : আজ সকাল থেকেই আকাশ মেঘলা মেঘলা ছিল। তবে বেশ কিছুদিন যাবৎ গরমেই ছিল। আজ হঠাৎ করেই মেঘলা আকাশে শিলা সহ বৃষ্টি হলো, কয়েকদিন ধরেই কৃষক কৃষানিরা বৃষ্টির জন্য তাদের আকুতি শোনা যায় কিন্তু বৃষ্টি হতেই পাল্টে যায় কৃষকের মন মানষিকতা। শিলা সহ বৃষ্টিতে কৃষকের ব্যপক ক্ষতি হয়েছে।
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার কিছু কিছু জায়গা ছাড়া প্রায় সব উপজেলায় শিলা সহ বর্জ বৃষ্টি হয়েছে। পুরো ঠাকুরগাঁও জুড়ে কৃষকদের আর্তনাদ আর আহাকার আকাশ আর বাতাস যেন ভাড়ী হয়ে উঠেছে।
সব স্বপ্ন চোখের সামনে যেন ঝড়ে পড়ছে প্রতিটি বড় বড় শিলাবৃষ্টির আঘাতে।
শিবগঞ্জের বিশ্বাসপুর গ্রামের তরমুজ চাষি মোঃ হেলাল জানান, আজকের এই শিলাবৃষ্টিতে আমাদের তরমুজের ব্যপক ক্ষতি হয়েছে যতগুলি ফল এসেছিল সবগুলোয় নষ্ট হয়ে যাবে এবং কিছু কিছু গাছ ও নষ্ট হয়েগেছে। তবে আবার বৃষ্টিতে মরিচ, ভুট্টা চাষিদের জন্য উপকার হয়েছে।
খবর নিয়ে দেখাযায় যেসকল আম গাছ, আমরা গাছের মুকুল ঝড়ে গেছে শিলাবৃষ্টির কারনে। একে বারেই কিছু কিছু গাছে মুকুল নাই বলল্লেই চলে।