তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
৩১ মার্চ শনিবার তালা প্রেসক্লাব’র সাবেক সহ-সভাপতি এস. এম. নুর আলী এর ১৮ তম মৃত্যু
বার্ষিকী। সাংবাদিক এস. এম. নুর আলী ২০০০ সালের ৩১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলানার
একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যু বার্ষকী
উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে মরহুমের বাড়ীতে কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা
হয়েছে বলে জানিয়েছেন মরহুমের পুত্র তালা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক,দৈনিক দিনকাল,
দৈনিক তথ্য’এবং দক্ষিনের মশাল’র নিজস্ব প্রতিনিধি মো. সেলিম হায়দার।
প্রয়াত সাংবাদিক এস. এম. নুর আলী জাতীয় দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, দৈনিক
মিল্লাত, দৈনিক সমাচার, দৈনিক শক্তিসহ বিভিন্ন পত্রিকার সহিত যুক্ত থেকে সাংবাদিকতার
পাশাপাশি দীর্ঘদিন যাবৎ তালা উপজেলা সহকারী আইনজীবি সমিতির নেতৃত্ব দিয়েছেন।