সীমান্তে বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনের সাত নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ। আজ শুক্রবার ইসরায়েল-গাজা সীমান্তে এ ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিস্তিনের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজনের বয়স ১৬ এবং হতাহতরা বেশির ভাগই গুলিবিদ্ধ। আহত মানুষের সংখ্যা প্রায় ৫০০।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভকারীরা নিরাপত্তাবেষ্টনি ও সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়ছিল। এজন্য উস্কানিদাতের ছত্রভঙ্গ করতে গুলি করা হয়েছে।