‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার দল নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। শেখ হাসিনা ক্ষমতায় থেকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, এ ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই।’
আজ শুক্রবার সকালে মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
মন্ত্রী বলেন, ‘নির্বাচনে না আসলে বিএনপি নামক দলটি তাদের অস্তিত্ব হারাবে। তাদের উচিত ও আমরা বিশ্বাস করি খালেদা জিয়ার দল নির্বাচনে আসবে। আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি বাংলার জনগণের জন্য শেখ হাসিনা যা করেছেন তার কারণে আবারো শেখ হাসিনা ক্ষমতায় আসবেন।’
কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তি না পাওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন, কী পাবেন না- এটা আদালত জানেন। আদালত কাকে মুক্তি দেবেন আর কাকে মুক্তি দেবেন না- এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।’
আগামী নির্বাচনে অশংগ্রহণের জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভীর চার দফা দাবি প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, ‘নির্বাচনে অশংগ্রহণের জন্য বিএনপির চার দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক। যারা আন্দোলনের নামে পেট্রল বোমা মেরে এদেশের নিরীহ মানুষ হত্যা করেছে, যারা বাস ট্রাকে আগুন দিয়ে চালক হেলপার ও যাত্রীদের পুড়িয়ে মেরেছে, আগুন সন্ত্রাস করেছে তাদের মুখে দাবি দাওয়া মানায় না।’
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাজৈর পৌরসভার মেয়র শামীম নেওয়াজ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনীন্দ্রনাথ বাড়ৈ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব মিয়া, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোশারেফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।
শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাতে হবে, জয় বাংলার ইতিহাস শেখাতে হবে। যদি জয় বাংলাকে বিশ্বাস না করি, জয় বাংলাকে লালন না করি, ধারণ না করি তাহলে ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে।’
মন্ত্রী আরো বলেন, ‘শেখ হাসিনার আমলে মানুষের আয় বেড়েছে। মানুষের আর্থিক অবস্থা ভালো হচ্ছে। শেখ হাসিনা আছেন বলে দেশ আজ উন্নয়শীল দেশে উন্নীত হয়েছে। আগামী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৩ নম্বর উন্নয়নশীল দেশে পরিণত হবে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এদেশ গরিব আর জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।’
এ সময় মন্ত্রী উন্নয়নশীল দেশ ও জাতি গঠনের জন্য আগামী নির্বাচনে শেখ হসিনাকে আবারো ক্ষমতায় আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে মাদারীপুরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন নৌমন্ত্রী।