স্পোর্টস ডেস্কঃ-
কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর আজ থেকে জোহানেসবার্গে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের শেষ টেস্ট। স্মিথ-ওয়ার্নার ছাড়া প্রায় ছন্নছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিতলেই ৪ ম্যাচের সিরিজ পকেটে পুরবে প্রোটিয়ারা।
এই টেস্টে প্রতিপক্ষ দর্শকরও সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দেখা দিয়েছে অজিদের জন্য। মাঠের বাইরে থেকে অবিরাম ট্রল করে যাচ্ছে তারা।
হলুদ রঙের অসংখ্য ব্যানার নিয়ে মাঠে এসেছে প্রোটিয়া দর্শকরা। এসব ব্যানারে লেখা আছে সব বিদ্রুপাত্মক কথা। যেমন, ‘বেনক্রাফট, তোমার একটি বল চাই?’
আরও লেখা আছে, ‘আমার বলটি একটু টেম্পারিং করে দেবে?’
‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি হিসেবে খ্যাত এই ঘটনাটি নিয়ে সবচেয়ে আলোচিত ব্যানারটি ছিল, ‘স্যান্ডপেপার স্পেশাল মাত্র ১০ টাকায়!’
এতকিছুর পরেও অজিরা অবশিষ্ট মানসম্মান নিয়ে দেশে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে।