আলী আজম , ঢাকা ঃ-
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নিয়ে সরকারের কাছে এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচনের দাবি জানান।
মানববন্ধনে ‘সর্বস্তরের লক্ষ্মীপুরবাসী’; ‘ঢাকাস্থ রামগঞ্জের জনগণ’; ‘ঢাকাস্থ রামগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ’; ‘ঢাকাস্থ ব্যবসায়ী সংগঠন’; ‘ঢাকাস্থ রামগঞ্জের কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ীবৃন্ধ’ ব্যনারসহ আরও কয়েকটি সংগঠনের ব্যানারে লোকজন অংশ নেন।
বক্তারা জানান, গত ২৩ মার্চ রাগঞ্জের নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁওয়ের এরশাদ হোসেনের মেয়ে নুসরাত জাহান নিখোঁজ হয়। এর তিনদিন পর ২৬ মার্চ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া ঠাকুর বাড়ির সেতুর নিচ থেকে নুসরাতের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে বক্তাদের অভিযোগ।
ওই ঘটনায় নিহতের মা রেহানা বেগম বাদি হয়ে ওই দিনই রামগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। নুসরাত স্থানীয় রাসুল নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মানববন্ধনে এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও রামগঞ্জের সন্তান সাহাদাত হোসেন সেলিম বলেন, “সন্ত্রাসী বা দুর্বৃত্তদের কোনো দল নেই। তাদের পরিচয় একটাই, এরা সন্ত্রাসী। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার বিশ্বাস আছে, তারা যদি চাই ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে পারে।”
আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক মমিন পাটোয়ারী বলেন, “নুসরাত নামের শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যে দলেরই হোন না কেন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হোক।”
তিনি বলেন, “লক্ষ্মীপুর পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্যে উন্মোচন করে জড়িতদের গ্রেপ্তারে দিনরাত চেষ্টা করছে। পুলিশ রহস্য উন্মোচনের কাছাকাছি চলে এসেছে।
“আশা করছি, অতিদ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”