ঝিনাইদহ প্রতিনিধিঃ
বহুল আলোচিত নলডাঙ্গা ইউনিয়ের নবনির্বাচিত চেয়ারম্যান কবির
হোসেন গতকাল ১১ ঘটিকার সময় আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার গ্রহণ
করেন। ২০১১ সালের ইউ পি নির্বাচনে রুহুল আমিন নামের একজন
চেয়ারম্যান নির্বাচিত হলে প্রায় ১ বছর পর তিনি দুর্বৃত্তদের হাতে নিহত
হলে উপনির্বাচনে রবিউল ইসলাম রবি পাশ করেন।
গত ২৮ শে মে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কবির হোসেন
আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদন্দিতা করে
বিপুল ভোটে বিজয় লাভ করেন । নলডাঙ্গা ইউনিয়ন পরিষদে আয়োজিত
চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইরফান আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য
রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন, তিনি উপস্থিত সকলের
উদ্দেশ্যে বলেন যে আপনারা আমাকে নির্বাচিত করেছেন তারপরে ও আপনারা
আমাকে একটু ছায়া দেন আমি আপনাদের ঠিক মত সেবা করতে পারি।
এ সময়ে চেয়ারম্যান নব নির্বাচিত ইউ পি সদস্যদের রজনি গদ্ধা ফুলের
স্টিকার দিয়ে শুভেচ্ছা জানান।আরও শুভেচ্ছা জানান ইউনিয়নের আওয়ামীলীগ
নেতা মোক্তার হোসেন, হাসেন, আলাউদ্দিন প্রমুখ। চেয়ারম্যান তার দায়িত্ব
প্রাপ্ত চেয়ারে বসলে ইউনিয়ের বিভিন্ন অঞ্চল থেকে আশা সাধারণ জনগণ
তাকে গলায় ফুলের মালা দিয়ে উলাস প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে আওয়ামীলীগ নেতা ইরফান আলী নবাগতদের বলেন,নতুন দের
কোন দাম্ভিকতা না দেখানর পুরাতনদের সন্মান দেখিয়ে কাজ করতে হবে। মন
থেকে সকল হিংসা বিদ্বেষ দূর করতে হবে। এই সময়ে ইউনিয়ন পরিষদে
উপস্থিত ছিলেন নির্বাচিত ইউ পি সদস্য বৃন্দ, নলডাঙ্গা পিকনিক স্পট
পার্কের প্রতিষ্ঠাতা পাতা মিয়া, নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের এস আই রাশেদ
সহ স্থানীয় সাধারণ জনতা।