বাংলার প্রতিদিন ডটকম ঃ- লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঞ্চল্যকর শিশু নুশরাত (৮) হত্যা মামলার প্রধান আসামী রুবেল অবশেষে আটক হয়েছে পুলিশের হাতে। আজ সন্ধায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সহযোগীতায় রামগঞ্জ থানা পুলিশ ঘাতক রুবেলকে আটক করতে সক্ষম হয়। একটি বিশ্বস্ত সূত্র রুবেলের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।
তবে এ ব্যপারে রামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানালেন, আগামীকাল সোমবার সকাল ১০টায় রামগঞ্জ থানা মিলনায়তনে লক্ষ্মীপুর ও রামগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সের মাধ্যমে মূল ঘটনা খুলে বলবেন। এসময় উপস্থিত থাকবেন, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন।
উল্লেখ্য গত ২৩মার্চ শুক্রবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁ গ্রামের কালা মেস্ত্রী বাড়ীর প্রবাসী এরশাদ মিয়ার মাদ্রাসা পড়–য়া ৮ বছরের শিশু কন্যা নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পর ২৬মার্চ সকাল সাড়ে ১১টায় পাশ্ববর্তি কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের ঠাকুর বাড়ীর সামনের ব্রীজের নিচ থেকে শিশু নুশরাতের অর্ধগলিত বস্তা ও ব্যাগভর্তি লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। বিষয়টি দেশব্যপি আলোড়িত হলে নড়েচড়ে বসে পুলিশ।
এদিকে শিশু নুশরাত হত্যাকান্ডের সাথে জড়িত মূল হোতা রুবেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় উপজেলাব্যপি আনন্দের বন্যা দেখা দেয়। এ প্রতিবেদককে বিভিন্ন মহল থেকে পুলিশের আন্তরিকতা ও কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকেই জানান, পুলিশ আন্তরিক হলে সকল অনিয়ম বন্ধ ও অবৈধ কর্মকান্ড রোধ করতে পারে কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপে তা করা সম্ভব হয়ে উঠে না।