ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে নবগঙ্গা মেডিকেল
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন-ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক
সভাপতি ও নারিকেলবাড়িয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ
আমিনুর রহমান টুকু, নবগঙ্গা মেডিকেল ইনস্টিটিউট অব হেলথ
টেকনোলজির অধ্যক্ষ হাফিজুর রহমান, শিক্ষক লাকি, চতুর্থ বর্ষের ছাত্র
মেহেদি হাসান, সীমা নাফসি, নাসরিন সুলতান, লোকমান হোসেন
প্রমুখ।
বাস শ্রমিকরাও এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচিতে বক্তারা
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের
মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।